
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ে মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নানা অনিয়ম, দূর্নীতি,স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) এর মাধ্যম স্মারক লিপি প্রদান করেছে কলেজে শিক্ষার্থী মইনুল তালুকদার, মিজানুর রহমান, স্বাধীন আহমেদ, মোতাব্বির হোসেন, মুবাশ্বির সহ ২ শতাধিক শিক্ষার্থী।

স্মারক লিপি সূত্রে জানা যায় লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী কলেজ অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে পড়েন। কলেজের নামে ভূয়া ইফতার মাহফিল, ফার্নিচার ক্রয় ও যাতায়াত খরচের ভূয়া বিলভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মাল্টিমিডিয়া ভবনে অফিস কক্ষ স্থানান্তর, শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি, মনগড়া ভাবে কলেজের অর্থ ব্যয়, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত মাসিক বেতন ও সেশনফি আদায় করেন।
আরোও জানা যায় অধ্যক্ষ মোঃ জাবেদ আলী তাঁর জিএলডিপি নামের এনজিও সংস্থার ব্যস্ত থাকায় প্রায়শই কলেজে গড়হাজির থাকেন বিধায় পাঠদান, ইংরেজি ও আইসিটি শিক্ষক সংকট, আইসিটি ল্যাব স্থাপনে নিরব ভূমিকা পালন এর মতো বিষয় রয়েছে এ স্মারক লিপিতে। প্রদত্ত স্মারক লিপি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর অনিয়ম দূর্নীতির বিষয়ে একাধিক তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি প্রমানিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি। বারংবার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় দিন দিন তার ক্ষমতার অপব্যবহার বেড়েই চলেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.