ওমর ফারুক

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ১৬ ফেব্রুয়ারি-২০২৪ সন্ধ্যায় একজন মহিলা রোগী আসে সিবিআর বমেটিং এবং মাথা ব্যাথা নিয়ে৷


কর্তব্যরত উপস্থিত ডা. মাসুদ মান্নান জেসন (DA) (Cardiac Anesthesia NICVD) জরুরি চিকিৎসা হিসাবে ব্যথা কমার জন্য এন্টি আলসারেন্ট ইনজেকশন দেন।

রোগীর অবস্থা আরো খারাপ হয়ে গেলে রোগীর লোকজন ডাক্তারকে অপমান করে সেই সাথে ডাক্তার সহ এম্বুলেন্সে করে রোগীকে জেলা হাসপাতালে নিয়ে আসার পথে রোগী মারা যায়৷


তারপর রোগীর লোকজন ডাক্তারের উপর ক্ষিপ্ত হয় এবং পুলিশের সোপর্দ করতে চাইলে খবর পেয়ে নরসিংদী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর আহ্বায়ক ডা. সারোয়ার হোসেন শুভ এবং সদস্য সচিব ডা. মোঃ নুরুজ্জামান, ডা. গোলাম দস্তগীর,ডা. বাশার কমল, ডা.পলাশ মোল্লা, ডা. মোঃ সোহরাব হোসেন তমাল প্রমূখের সহযোগিতায় সেভ করে ( উল্লেখ্য নরসিংদী জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আহ্বায়ক এর ১ম মিটিং ছিল ওই দিন সন্ধ্যায় নরসিংদীস্থ অরবিট রেস্টুরেন্টে। তাই সবাই উপস্থিত ছিল)।


সঠিক তদন্তের জন্য মৃতদেহ জেলা হাসপাতাল থেকে সদর হাসপাতালে পোস্টমর্টেম এর জন্য পাঠিয়ে দেয়া হয় এবং পুলিশের সাথে কথা বলে ডাক্তারকে রাতের বেলা জেলা হাসপাতালে ডিউটি ডক্টরের রুমে নিরাপদে থাকার ব্যবস্থা করে৷


“নরসিংদী জেলা স্বাচিপ এর সুস্পষ্ট বক্তব্য আমরা যেকোনো অপচিকিৎসার বিরুদ্ধে অবস্থান নিবো এবং সুচিকিৎসার নিশ্চিত করবো” তবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও নিশ্চিত করতে আমাদের সকলের সহযোগিতা করতে হবে।


সঠিক তদন্ত না করে ভুল চিকিৎসা বলে একজন নিরাপরাধ চিকিৎসককে শারীরিক নির্যাতন করতে দেয়া যেতে পারেনা।