
মো কামাল হোসেন, জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১ টায় ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার মহোদয় ব্রিফিং সেশনে আগত সকলকে শীতের সকালের শুভেচ্ছা জানান। রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের পূর্বেই প্যারেড গ্রাউন্ডে হাজির হবেন এবং যার যার উপর অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করবেন। সকলে পরিস্কার পরিছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করার নির্দেশ প্রদান করেন।
কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, রিক্রুটমেন্ট এ সহযোগীতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি পরিলক্ষিত হল তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন,প্রার্থীরা নারী ও পুরুষ পৃথক লাইনে সকাল ০৮:০০ টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে।
প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতিত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে ১২৬০ জন আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, ১ এপিবিএন, ঢাকা; মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; মোঃ মাশকুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা; আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.