
মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) রিপোর্টার:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাঙ্গালীকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া।
মহান একুশে ফেব্রুয়ারী বাঙালীর জীবনে শক্তি ও গর্বের প্রতীক। এই দিনটাকে বাংলা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারীর সকল শহীদদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারী মহান শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন এর উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল জ্ঞাপন করার মাধ্যমে শুরু হয় এবং সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যেমন কবিতা আবৃতি, গান ও বক্তৃতার মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এজন্য অমর একুশে ফেব্রুয়ারী বাঙালি জাতির একটি অমর দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশর সকল ভাই বোনদের বিশেষ করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বাসীকে জানাই আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।
"আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি"। নুরজ্জামান ভূইয়া আমাদের প্রতিনিধি কে জানান যে ১৯৫২ র ভাষা আন্দোলনে আমরা মহান শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে একুশে ফেব্রুয়ারির বাণী আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে একুশে ফেব্রুয়ারির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে মহান শহীদদের স্মৃতি ধরে রাখা যায় এবং মাগফেরাত কামনা করা যায়।
আসুন একুশে ফেব্রুয়ারি স্লোগান ও বাণী সবার মাঝে তুলে ধরি। বাংলাদেশের সকল ভাষা আন্দোলন শহীদদের বিদ্রোহী আত্মার মাখফেরাত কামনা করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.