
শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সল্লাবাদ ইউনিয়ন পরিষদে অভিবাসী কর্মী উন্নয়ন পোগ্রাম(ওকাপ) এর আয়োজনে চেয়ারম্যান জাকির হোসেন স্বপনের সভাপতিত্বে ও ওকাপের সুপারভাইজার ফেরদৌসী বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সল্লাবাদ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি গণ।
আরো উপস্থিত ছিলেন ওকাপের কমিউনিটি মবিলাইজার তামিম হাসান,বিপুল রায়হান, আশিকুজ্জামান সহ প্রমূখ।
ওকাপ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে কাজ করছে নিরাপদ অভিবাসন নিয়ে। নরসিংদী জেলার ৬টি উপজেলার ৩০ টি ইউনিয়নে কাজ করছে।
২০২১ সাল থেকে সিমস প্রকল্পের মাধ্যমে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন, আর্থিক স্বাক্ষরতা, ও আইনি সহায়তা নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে। সম্ভাব্য বিদেশ গামীদের জন্য দুইদিনের প্রাক নিয়োগ বিষয়ক প্রশিক্ষণ, রেমিটেন্স গ্রহনকারীদের আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণ সহ বেলাব উপজেলা থেকে ৮৯ জনকে মৃত্যুজনিত ক্ষতিপুরন প্রাপ্তি, স্বাস্থ্য সহায়তা প্রাপ্তি ও প্রতারনার অভিযোগ নিষ্পত্তি তে সহায়তা করেছে।
এ সময় বক্তব্য দেন ফেরদৌসী বেগম উনি প্রবাসীদের কে নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং প্রবাসীরা যেন সর্তক ভাবে,বুঝে শোনে বিদেশে যান। যাতে করে প্রতারিত না হয় এসব বিষয়ে কথা বলেন। আরো বক্তব্য দেন সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.