
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন এর শহীদ তিতুমীর একাডেমির ৫ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির শুরু হয় ১৬ ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। ৫ দিনব্যাপি শহীদ তিতুমীর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, শরণখোলা উপজেলা শ্রমিকলীগের সভাপতি হেলাল তালুকদার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান সম্পাদক এ কে এম মাহফুজ হোসেন, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকন, ইউপি সদস্য জামাল জমাদ্দার, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক, শরণখোলা উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শহীদ তিতুমীর একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রায়হান উদ্দীন শান্ত বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শহীদ তিতুমীর একাডেমি বেশ সুনাম অর্জন করেছে। শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শহীদ তিতুমীর একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ বেলায়েত হোসেন বলেন, আধুনিক শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করার প্রয়াসে ২০০৮ সালে শহীদ তিতুমীর একাডেমি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরগুলোতে এখান থেকে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শতভাগ পাশ করার কৃতিত্ব গড়েছে।
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মনকে সতেজ করার জন্য প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য শহীদ তিতুমীর একাডেমিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.