ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৭ টাকায় এক ব্যাগ ভর্তি সবজির বাজারের চালু করেছেন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রায় দেড় শতাধিক প্রান্তিক পরিবারের সদস্যরা দুইশত টাকার সবজির বাজার মাত্র ৭ টাকার বিনিময়ে কিনতে পেয়ে খুশি গরিব অসহায় ক্রেতারা।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ৭ টাকার বাজারের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে এক কেজি শিম, এক ক্রজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়।
পুরো প্যাকেজটির বাজারমূল্য তিন শ টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়।
ফুলবাড়ী উপজেলায় তিন হাজার মানুষের মাঝে ৭ টাকায় সবজি বিক্রি করবে বলে জানিয়েছেন সংস্থাটি নির্বাহী পরিচাল আব্দুল কাদের। তিনি বলেন আমরা উপজেলায় তিন হাজার পরিবারের মাঝে সাট টাকায় ব্যাগ ভর্তি সবজি বিতরন করবো।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থাটিকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এই উদ্যোগ উপজেলার তিন হাজার গরীব অসহায় লোক সুবিধা ভোগ করবে তাদের সহযোগিতা হবে।
৭ টাকায় তিন’শ টাকার ব্যাগ ভর্তি সবজি বাজার পেয়ে অসহায় গরীব মানুষেরা সংগঠনটিকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন সাত টাকায় সাত দিনের বাজার পেলাম এটা আমাদের জন্য অনেক উপকার হলো।

