ওমর ফারুক

মোঃ শাহাদাত হোসাইন (শরণখোলা) বাগেরহাটঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা। ২১ শে ফেব্রুয়ারী বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত হবে তিনব্যাপী এ বইমেলা।

১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বইমেলা উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন,স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা,সাউথখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।শরণখোলা উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারী সকাল থেকে রাত পর্যন্ত মেলার ১৫ টি স্টলে বই পাঠকরা বই পড়তে এবং ক্রয় করতে পারবেন।

উপজেলার বই বিক্রেতা সমিতির সহোযোগীতায় শিক্ষা উপকরণ, শিশুদের খেলার সামগ্রী ও একটি খাবার ষ্টল থাকবে। ২১ শে ফেব্রুয়ারী সকালে বইমেলা উদযাপনের উদ্বোধন করবেন বাগেরহাট – ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।


এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এ আয়োজন। আশা করি এর মাধ্যমে অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বই মেলায় আসার আহ্বান জানান। প্রথমবারের মতো শরণখোলা উপজেলায় বইমেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী এবং বই পাঠকদের মনে কৌতুহল ও আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বইমেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বই, সাহিত্য, উপন্যাস, গল্প, ছোটগল্পসহ বিভিন্ন ধরনের বই থাকবে।