ওমর ফারুক
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের দরুন জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং তিনটি দোকান ও ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়।
আগুনের অবস্থা শুরুর দিকে ভয়াবহ থাকলেও সবার সহযোগিতার কারণে স্বল্প সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । পানছড়ি বাজার ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের দরুন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি। তবে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকার কম বেশি হতে পারে।
পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটা তদন্ত করে পরে জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট সূত্রটি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়।

