
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৩১ বছরপূর্তি উপলক্ষে উপজেলার ঐতিহাসিক চায়না মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নিজেস্ব সংবাদদাতা খালিদ হাসানের আয়োজনে জনকণ্ঠ পাঠক ফোরাম বনাম ফ্রেন্ডস একাদশ এ খেলায় অংশ গ্রহন করে।
বুধবার সকাল ১০ টায় খেলা শুরু হয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে জনকন্ঠ পাঠক ফোরাম ১শত ৯০ রান করে। জবাবে ফ্রেন্ডস একাদশ ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১শত ৪৮ রান করে পরাজিত হয়। উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করে সমাজসেবক মোঃ নুরুল্লাহ সিদ্দিকী ও মোঃ রেদোয়ান হোসাইন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.