ওমর ফারুক

এস এম আজিজুল হক আজিজ

আবার এল রক্ত মাখা শহীদ স্মৃতির দিন
বায়ান্ন সালের ফেব্রুয়ারী এইতো তাদের চিন।
উঠিরে রবি, মুখরিত মহা গগন অঙ্গণে,
ফুল হাতে আসিবে বেলায়, বাঙ্গালি তোমাদের স্মরণে।
থেমে যাবে ক্ষনিকের জন্য বঙ্গ নাগরির ঝংকার।
কানের পাশে বাজে যেন,শহীদ ভাইয়ের মা,মা চিৎকার।

একুশ তুমি সেই চেতনা
আমার ভাইয়ের রক্তে কেনা।
একুশ তুমি সেই ভাবনা,
স্বাধীনতার সংগ্রামের কথা।

বছর ঘুরে আসিল ফিরে একুশে ফেব্রুয়ারি
আমার ভাইয়ের রক্তাক্তের কথা, আমরা কী ভুলতে পারি।
মায়ের ভাষায় কথা বলতে যারা দিলো প্রাণ।
সেই ভাষাতে আজিজ ভাই লেখে গেলো গুণ গান।


হাজার হাজার শহীদ ভাই রাজধানীর ই বুকে
রাষ্ট্র ভাষা বাংলার জন্য মরেছিল একে একে বুলেট শুধু রক্ত ঝড়াতে জানে গণ মানুষের মুক্তি দিতে পারে না,
যুদ্ধ মানুষের জন জীবনে আঘাত হানে
শান্তি আনতে পারে না।

উদয় হলো আজি সূর্য পূর্ব দিগন্তে হয় মুক্ত
ভাষা আন্দোলনে বাঙালি দিয়েছে বুকের তাজা রক্ত।
ধন্য ধন্য ছালাম,বরকত,সফিক,জব্বার
তোমাদের রক্তে পেয়েছি অধিকার।
ধন্য মোরা ধন্য,শহীদ সালামের জন্য,
ধন্য মোরা ধন্য শহীদ যুবকের জন্য।