ওমর ফারুক

শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমির শিক্ষার্থীদের মাঝে র‍্যালী খেলাধুলা পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দরা এক সাথে জাতীয় পতাকা উত্তলন করেন। পরর্বর্তীতে শিক্ষার্থীদের মাঝে জাতীয় সংগিত, কুরআন তেলওয়াত, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দগণ।

এ – সময় উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, কুতুবআলী একাডেমি প্রথম ক্যাম্পাসের শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, হাবিবুর রহমান সহ উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষীকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দগন বলেন, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি ফিরে এসেছে আবার।

শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত অন্যান্য এ দিনেই মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে।

বাংলাভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা বাঙালির মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা। আজকের এই দিনে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।