
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাটঃ
বাগেরহাট - ০৪ (শরণখোলা - মোড়েলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সংসদ সদস্য হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান।
বৃহস্পতিবার ২২ শে ফেব্রুয়ারী দুপুর ১২ টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মাছুয়া এলাকায় বাগেরহাট - ০৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।
রায়েন্দা - মাছুয়া নৌরুটে চলমান ফেরি ও ট্রলার নিয়ে চলমান সংকট ও দুর্নীতি বন্ধ করতে শরণখোলা ও মঠবাড়িয়ার নেতৃবৃন্দদের নিয়ে মাছুয়ায় একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট - ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর - ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও দুই উপজেলার সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে স্থানীয় জনসাধারণ রায়েন্দা - মাছুয়া ফেরি ও ট্রলার চলাচল এবং ইজারাদারদের বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, রায়েন্দা - মাছুয়া নৌরুটে ফেরি ও ট্রলার চলাচলে অনিয়ম দুর্নীতির কারণে জনগনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আজকের পর থেকে নির্ধারিত ভাড়া ও সময়ানুযায়ী ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। যাত্রী পারাপারে ট্রলার ও ফেরির ইজারাদার অতিরিক্ত ভাড়া দাবি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.