
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ইলিশ অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন, মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন সহ আরো অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.