
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুললা ইউনিয়নের বেগুনায় গ্রামের হাফেজ বশির আহমদ।
১৯শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেন ইরান। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েক নেছার আহমদ আন নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন যোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বসির আহমদ, সেখানে দ্বিতীয় হয়েছেন ইরান, তৃতীয় হয়েছেন নাইজেরিয়া, জানা গেছে হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপকও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মৌলানা আব্দুর রশিদ ও মিসেস বুশরা রশিদের ছেলে বশির আহমদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.