
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্বরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চারটি দল অংশগ্রহণ করলেও যাচাই বাছাই শেষে শাহজাদপুর থানা ও সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিস ফাইনালে যায়। ফাইনাল খেলায় শাহজাদপুর থানাকে হারিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিস বিজয় লাভ করে। পরে উইনার্সআপ ও রানার্সআপ বিজয়ীদের হাতে বিজয়ী কাপ তুলে দেওয়া হয়।
এর পূর্বে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, পরে তাদের সম্মানা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। ২২শে ফেব্রুয়ারী রাতে বেলকুচি থানার সার্বিক আয়োজনে উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ মাহিন।
উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিপিএম পিপিএম পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবির এডিশনাল এসপি সামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার বেলকুচি সার্কেল এসপি জনরানা।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানার ওসি আনিছুর রহমান, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার, এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, কামারখন্দ থানার ওসি রেজাউল করিম, উল্লাপাড়া থানার ওসি আসিক ইকবাল, রায়গঞ্জ থানার ওসি নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক সহ আরও অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.