
মো. সেলিম মিয়া, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৩ ফেব্রুয়ারি জুমআ বাদ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাধাকানাই ইউনিয়ন পলাশতলী গ্রামের মরহুম আলহাজ্ব ফজলুল হক সরকার হাফেজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র হাফেজিয়া মাদ্রাসার সভাপতি এ.কে.এম সায়ফুল ইসলাম কাজলে সভাপতিত্বে করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ এম.এম ইউসুফ আলী নূরী, ধমীর্য় আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মাদ্রাসা হেফজ প্রধান শায়েখ মোঃ আব্দুল্লাহ বিন ফজল, অত্র মাদ্রাসা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সুরুজ্জামান মাস্টার, অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক আবু সিয়াম আহম্মেদ, পলাশতলী দাখিল মাদ্রাসারা ভারপ্রাপ্ত সুপার মোঃ আমিরুল ইসলাম, ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অবসর প্রাপ্ত প্রভাষক আলহাজ্ব আইউব আলী মাস্টার,স্থানীয় ইউপি সচিব রফিকুল ইসলাম বাবুলসহ অভিভাবক, মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপন করেন মাওলানা মোঃ আবুল কালাম আজাদ ।
উল্লেখ্য, আলহাজ্ব ফজলুল হক সরকার হাফেজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসাটি ১৯৯১ সালে স্থানীয়দের উদ্যোগে ১০ শতাংশ জায়গায় উপর প্রথম যাত্রা শুরু করে। মাদ্রাসাটি পলাশতলী বাজার উত্তর পাশে অবস্থিত।
মাদ্রাসার হাফেজিয়া ও ফুরকানিয়া হেফজখানা অসহায় এতিম, স্থানীয় শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দানে কাজ করে যাচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.