ওমর ফারুক
মো:কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের আহবায়ক কমিটির উদ্যোগে দুই বছর মেয়াদি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ চত্ত্বরে সাহিত্য পরিষদের আহবায়ক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আলোচনা সভা শেষে উৎসব মূখর পরিবেশে সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটিতে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা কমিটিতে নারায়ণ ভৌমিক, আব্দুল হামিদ ফকির, অধম আব্দুল হক ,মোঃ আওলাদ হোসেন, মোল্লাঃ রকিবউদ্দীম, ডা.রফিকুল ইসলাম কে মনোনীত করা হয়।
পরিষদের কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হন কবি আশরাফুন নাহার শোভা, সহ-সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান খান , সহ-সাধারণ সম্পাদক এরশাদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধাক্ষ রিয়াজ উদ্দিন বাদশা ,সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান লিখন, দপ্তর সম্পাদক আক্তারুল ইসলাম ইকবাল, প্রচার সম্পাদক খাজির আহম্মেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মামুন খান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিতুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ তছলিম উদ্দিন শিশু-কিশোর বিষয়ক সম্পাদক সয়ন ইসলাম সহ ৪৩ জন সাধারণ সদস্য।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে আহবায়ক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, যুগ্ন আহবায়ক আওয়াল হোসেন, যুগ্ন আহবায়ক আজিজ মন্ডল।
নবাগত এই কমিটিকে আন্দুলবাড়ীয়ার সহ বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

