
লোহাগাড়ার আপামর জনতার প্রিয় আস্থাভাজন উন্নয়নের কান্ডারী ন্যায় বিচারক জনতার আদালত লোহাগাড়ার অভিভাবক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল আমাদের মাঝে আর নেই।
বিকেল ৪ঘটিকার সময় লাকো মানুষের ক্রন্দনের মধ্য দিয়ে শেষ বিদায় নিলেন চেয়ারম্যান বাবুল।
এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সাতকানিয়া উপজেলার অভিভাবক এমপি এম এ মোতালেব সিআইপি, সহ লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন চৌধুরী হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক সংগঠনে নেতৃবৃন্দ। লোহাগড়ার সচেতন মহলের কাছে জানা যায় যখন লোহাগাড়ার মানুষ ১৯৯০ সালে অত্যাচারীদের হাতে অত্যাচার হচ্ছিল দেখে অত্যাচারিত মানুষ পাগলের মত রাস্তায় রাস্তায় ঘুরছিল এমন সময় অত্যাচারীরা নিপাত যাক বাবুল ভাই জিন্দাবাদ এই ডাকে সাড়াদিয়ে অত্যাচারিত ও বঞ্চিত মানুষের মাঝে এসে দাঁড়িয়েছিলেন আমাদেরই প্রিয় নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল ভাই। সেই নেতাকে হারিয়ে আজ আমাদের লোহাগাড়ায় শোকের চায়া নেমে এসেছে অন্যদিকে লোহাগাড়া উপজেলার মানুষ আবারও কি অত্যাচারি জুলুমদারদের হাতে নির্যাতিত লাঞ্ছিত হবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছি।
আর কি আমরা বাবুল চেয়ারম্যান কে পিরে পাব আমাদের মাঝে আমাদের রক্ষা কর্তা হিসেবে এই প্রশ্ন জনতার কাছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.