
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পিতাকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন পুত্র। সোমবার(২৬ ফেব্রুয়ারী) দুপুরে নলছিটি থানা পুলিশ মো. খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার সাথে জরিত থাকার অভিযোগে তার ছেলে রমজান হাওলাদার(১৬) কে আটক করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে দায় স্বীকার করে জানায়, নিহত খলিলুর রহমান(তার পিতা) তার মায়ের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও তার মায়ের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করেন।
তাতে সে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে পিতাকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা মো. খলিলুর রহমানের মৃত্যু হয়।
উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমানকে তার নিজবসতঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে তার ছেলে রমজান হাওলাদার পলাতক ছিল।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত খলিলুর রহমানের ছেলেকে পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভাড়ানী নামক স্থান থেকে আটক করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি।
সে প্রাথমিকভাবে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। এখন এ ব্যাপারে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.