
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
:
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের সদর ওয়ার্ডের মোঃ মহিউদ্দিন (মিঠু) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পুলিশের স্বীকৃতিস্বরুপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) বার পদকে ভূষিত হয়েছেন।
২০১৯ সালের ৪ঠা ফেব্রুয়ারী রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো (পিপিএম) এবং ২০২৪ সালের ২৭ শে ফেব্রুয়ারী দ্বিতীয়বারের মতো (পিপিএম) বার পদকে ভূষিত হন তিনি।
গত ১লা ডিসেম্বর ২০২২ হতে ১০ই জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সততা, সাহসিকতা এবং বীরত্বসূচক কাজের জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয় তাকে এ পদকের জন্য মনোনীত করেন।
পরবর্তীতে গত ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (পিপিএম) ব্যাচ পড়িয়ে দেন।
মোঃ মহিউদ্দিন মিঠু শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের সদর ওয়ার্ডের সাবেক বন কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান হাওলাদার এর তৃতীয় ছেলে।
তিনি রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি, শরণখোলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে ২০১২ সালে ১৮ই ফেব্রুয়ারী রাজশাহী সারদা একাডেমিতে আউট সাইট ক্যাডেট হিসেবে ১ বছরের ট্রেনিং শেষ করে ১৮ই ফেব্রুয়ারী ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে চাকুরী শুরু করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা ঢাকার মালিবাগের স্পেশাল ব্রাঞ্চেে কর্মরত আছেন।
মোঃ মহিউদ্দিন (মিঠু) এর মেঝো ভাই বাদশাহ আলম বলেন, আমার সেজো ভাই মহিউদ্দিন মিঠু স্কুলজীবন থেকেই অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন।
তার এই বীরত্ব সূচক অর্জনে আমি তার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশ এর সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত বলেন, মহিউদ্দিন মিঠু শরণখোলা উপজেলাকে ধন্য করেছে। তার এই বীরত্ব সূচক অর্জনে শরণখোলা উপজেলাবাসী গর্বিত। আমি তার চাকুরীজীবনে আরও বীরত্বসূচক অর্জন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.