
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বুধবার ২৮ শে ফেব্রুয়ারি দুপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের অধীনে) যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( উন্নয়ন) কামরুননাহার। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো' এরশাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে ৭টি বিদ্যালয়ের ৪ শতাধিক ছাএছাএী অংশ নেয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা: মো: রহুল আমিন ( উপ সচিব) প্রকল্প পরিচালক বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প,নুরুল ইসলাম সিদ্দিকী ( মুক্তিযোদ্ধা),মো: ইব্রাহিম মিয়া (মুক্তিযুদ্ধা), ব্রজেন্দ্র দেবনাথ (মুক্তিযোদ্ধা),হাজী মো: রজব আলী মোল্লা,মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম,মো: শাহজাহান মিয়া( সহ-সভাপতি উপজেলা আওয়ামিলীগ), বাবু সমীর কুমার বৈষ্ণব ( সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ), মো: ইব্রাহিম মিয়া (ভাইস চেয়ারম্যান) প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাএছাএী অংশ নেয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান৷ অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.