
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
দীর্ঘ-০৫ বছর ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা সাংবাদিক শ্রী তপন দাস ( লেবু) এর শুভ জন্মদিন আজ। তিনি একজন সাহসী যোদ্ধা, সৎ এবং সাহসী সত্য প্রকাশে নির্ভিক সাংবাদিক। তিনি ডিপিসি বাংলা টেলিভিশন নীলফামারী জেলা প্রতিনিধি, সহ চ্যানেল ২০, সৃষ্টি নিউজ, প্রিয়বার্তা ২৪ এবং দৈনিক প্রিন্ট পত্রিকা লিখনী সংবাদ এর নীলফামারী জেলা প্রতিনিধি, আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র ( আসক) এর নীলফামারী জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক এবং ভারতীয় জনপ্রিয় আইপি টিভি ২৪ ×৭ বেঙ্গল নিউজ এর বাংলাদেশ ব্যুরো প্রধান সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে কর্মরত আছেন।
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসার চেষ্টা করেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানেরত নির্ভীক সাংবাদিক শ্রী তপন দাস (লেবু) সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ সাংবাদিক শ্রী তপন দাস ( লেবু), সাংবাদিকের বিপদে ছুটে গিয়েছে তার পাশে। নির্যাতিত সাংবাদিকের ন্যায্য দাবী,অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন রাজপথে। আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.