ওমর ফারুক

মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত ঐতিহাসিক ৭ মার্চ এ সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীন বাংলার মহান স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ।সভায় বক্তাগন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ভাষনগুলোর মধ্যে অনন্য সাধারণ।

যে ভাষণ আজো আমাদের অনুপ্রেরণা জোগায়।পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।