
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
৭ই মার্চের ভাষণেই রোপিত হয়েছে স্বাধীনতার বীজ, যে ভাষণকে বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণোত্তর সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বলেন, ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। ৭ই মার্চের ভাষণেই রোপিত হয়েছে স্বাধীনতার বীজ।
তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া সে ভাষণকে বাঙ্গালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।
সেদিন বজ্র দীপ্ত কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন "এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম৷"
পুলিশ সুপার বলেন, একাত্তরের সেদিন থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের। ঐতিহাসিক ৭ই মার্চের এই দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যার স্বতঃস্ফূর্ত আহবানে আপামর জনগণ হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছে ‘বাংলাদেশ’।
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক দিনটি উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
প্রথমে টাউনহল প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু ভাষ্কর্যে এবং পরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে নব নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.