
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রাম সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ০৮ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মির্জাখীল সাইরতলী এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ ওসমান গনি বাবু (১৯) নামের এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ এমএল বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্তে জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.