সম্পাদক
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গণমাধ্যম হোক আরও স্বাধীন ও শক্তিশালী”,এই প্রতিপাদ্যের উপর জমকালো আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে ‘উপজেলা প্রেসক্লাব’এর পথ চলার ১ম যুগপূর্তি পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ৯ টায় প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন ও ১০ টায় বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে ১ম যুগপূর্তি শুভ উদ্ধোধন করা হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডলের সঞ্চালনায় ‘উপজেলা প্রেসক্লাব’এর পথ চলার ১ম যুগপূর্তি সফল ভাবে পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী নাহিদ হাসান খান, সহকারী পুলিশ সুপার ও রৌমারী রাজিবপুর সার্কেল আব্দুল মমিন, অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল-জামান, ভাইচ চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রেসক্লাবের পৃষ্টপোষক ও উপদেষ্টা সোহরাব হোসেন, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিজানুর রহমান মজনু মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, এশিয়ান টিভির রৌমারী ও রাজিবপুর উপজেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রুবেলসহ ক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

