
কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। “নারীর সমঅধিকার-সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রশিক্ষণে ১০ জন নারী প্রশিক্ষক ৬০ জন নারী প্রশিক্ষণার্থীকে কারিগরিভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।
এ প্রশিক্ষণ নারী পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী চলবে। অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র বিনিয়োগ নয়, প্রশিক্ষণ ও বিনিয়োগের একটি বড় অংশ। তাই, প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রতিভা বিকাশে নারীদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে স্কুটি রাইডিং প্রশিক্ষণ নেয়া নারীদের জন্য অপরিহার্য। পুলিশ সুপার বলেন, স্বল্প সময়ে নিজেদের কাজকর্ম দ্রুত সমাধান করতে স্কুটি রাইডিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা পুলিশ নারী পুলিশ সদস্যদের নিয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তা প্রশংসনীয়। । খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের জন্য স্কুটি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করায় প্রশিক্ষণার্থীরা খাগড়াছড়ি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রশিক্ষণার্থীরা জানান, স্কুটি প্রশিক্ষণ কর্মক্ষেত্রে যাতায়াতের বাড়তি সুবিধা এনে দিবে। ভিড় ঠেলে বাসে ওঠা নারীদের জন্য প্রায় অসম্ভব। আর গণপরিবহন নিরাপদও নয়। সবচেয়ে বড় কথা, আমি স্বাধীন নারী, আমার চলার পথও আমিই নিয়ন্ত্রণ করতে চাই। স্কুটি চালানো তুলনামূলক নিরাপদ। প্রশিক্ষকরা বলেন, যাতায়াতের সুবিধার্থে স্কুটি চালানো নারীদের জন্য সহজ উপায়। প্রশিক্ষকরা বলেন, তারা চান নারীরা স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করবে। সেই প্রত্যাশা বাস্তবায়নের অংশ হিসেবে তারা স্কুটি চালানো শেখানোর কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের মতে, স্কুটি নারীদের চলাচলকে তুলনামূলক স্বাধীন ও নিরাপদ করবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভীর হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.