সম্পাদক

শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আসাদের পরিবারের লোকজন তাঁর আপন ভাই আঃমতিনের পরিবারের প্রায় ৭ জনকে আহত করেছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন,জয়নব (৬০),সেলিনা (২৮) , মেহেদী (১৩), মাহফুজা (২৬), মাহিদ (১৩), দেলোয়ার (৩৬), রফিকুল (৩৮)।জানা যায় আহত ব্যক্তিদের একজন সেলিনা (২৮) ৪ মাসের গর্ভবতী ছিলেন।

১২ই মার্চ মঙ্গলবার ভোর ৬ টায় নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন মহিষাসুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বথুয়াদি পূর্বপাড়া মৃত আব্দুর রাজ্জাক মিয়ার দুই ছেলে আঃমতিন(৭৩),এবং মোঃ আসাদ (৫৫) এর পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে গিয়ে মোঃআসাদ(৫৫) এর ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়,এবং তাঁর পরিবারের কাওকে খুঁজে না পেয়ে,আঃমতিনের কাছ থেকে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি জানান,জমি বিক্রির টাকা তাঁর ছোট ভাই আসাদকে পরিশোধ করে দিলেও,সে আবারো তাঁর কাছ থেকে টাকা দাবি করে,বিষয়টি স্থানীয় মেম্বার দ্বারা আগামী বৃহস্পতিবার মিমাংসা করার কথা ছিল,কিন্তু আজ ভোর ৬ টায় তাঁরা আমার স্ত্রীকে মারধর করে,এবং পরবর্তীতে পরিবারের যারা এসেছে তাঁদের সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সবার অবস্থা খারাপ হওয়ায় নরসিংদী সদর হাসপাতালে এনেও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে।আমার পরিবারের আহত সবার সুস্থতার জন্য দোয়া চাই,এবং মোঃআসাদ ও তাঁর পরিবারের যারা আমার পরিবারের মানুষকে আহত করেছে তাঁদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

আঃমতিন জানান,তাঁদেরকে এলোপাতাড়ি কুপিয়েছে ও মারধর করেছে মোঃআসাদের ছেলে রাজা মিয়া (২৬) ,মোসাঃরাহাতুন (২৮), মোসাঃমরিয়ম (১৮), মোসাঃ জেসমিন আক্তার (১৬) এবং আসাদের মেয়ের জামাই শাওন। বিষয়টি সম্পর্কে স্থানীয় মেম্বার রাহিম সরকারের কাছ থেকে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান,বিষয়টি সম্পর্কে আমি অবগত। বৃহস্পতিবার বৈঠক বসার কথা ছিল,এর মধ্যে তাঁরা আজ ভোরে সংঘর্ষ লেগেছে,আমি তাদের বাসায় গিয়ে দেখে এসেছি,একপক্ষ অনেক মার খেয়েছে,সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায্য বিচার পাঁক এটাই আমার চাওয়া। বিষয়টি সম্পর্কে জেনে মাধবদী থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করতে গেছে বলে জানা গেছে,এ ছাড়াও জানা যায়,আঃমতিন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করতে গেছে।