
মোঃ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সকাল ১১ টায় ধামইরহাট ভবনে খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ বাস্তবায়ন করছে।
এএনসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিভিশনাল এ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর সুদীপ কুমার ঘোষ, ইউপি সদস্য আবু মুছা, মামুনুর রশীদ, সংরক্ষিত ইউপি সদস্য রেবেকা পারভীন, রওশন আরা, সংস্থার উপজেলা প্রতিনিধি জিহিস্কেল সরেন, সাংবাদিক আবু মুছা স্বপন, হারুন আল রশীদ, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, শিক্ষক লাঝারুষ মার্ডি, নারী নেত্রী বেলী খাতুন, শিক্ষার্থী মুরাদুজ্জামান মুরাদ, জাহিদ ইকবাল, আশেয়া সিদ্দিকা প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.