
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাস স্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদার বাড়ী নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন।
১৩ মার্চ বুধবার দুপর ১টার দিকে ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, যশোর থেকে বরিশালের উদ্দেসে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের যশোর ব- ১১ -০২৪৬ একটি বাস সানুহার এলাকার বেলাল সরদারের পুত্র সুমন সরদার (১৮) নামক এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে চৌকিদার বাড়ির পুকুরের মধ্যে পড়লে ১ জন বাসের যাত্রী নিহত হয়েছে।
এ রিপোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাস চালক পলিয়েছে। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা ব্যাক্তি মরাদেহ উদ্ধার করেন।
গৌরনদী হাইওয়ের থানা পুলিশ জানিয়েছেন মূত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয়রা জানিয়েছেন বেপোরোয়া গতির বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে সড়কে ফিসে মেরে চৌকিদারবাড়ীর পুকুরের মধ্যে খাদে পড়লে বাসের ১৫ যাত্রী আহত হয়েছে আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ সড়ক দূঘটনায় ২ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন চাকলাদার পরিবহনের বেপরোয়া বাসের কারনে সড়ক দূঘটনাটি ঘটেছে ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.