ওমর ফারুক
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:-
আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে সিএনজি ও পিকআপপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষে চালক সহ ৫ যাত্রী আহত হয়েছে। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পর গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক প্রেরণের নির্দেশ দেন।
বুধবার বিকাল অনুমানিক ৪ টায় ওই এলাকার খোদাখাড়া নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে মালামাল আনলোড করে গতকাল বুধবার বিকালে একটি পিকআপ ভ্যান
(ঢাকা মেট্রো-১৫-৮৭০৭) হবিগঞ্জ শহরতলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি(হবিগঞ্জ -থ-১১-৭০৯৯) আজমিরীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। উল্লেখিত যান দু’টি দ্রুতবেগে বিকাল অনুমানিক ৪ টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাঁচআখিয়ার অদূরে খোদাখাড়া নামক এলাকায় পৌঁছলে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি ও পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে আজমিরীগঞ্জ পৌরসভাধীন আদর্শগ্রামের বাসিন্দা শ্রীবাস দাসের পুত্র চয়ন দাস (২৪) কাকাইলছেওয়ের বাসিন্দা রবি উল্লাহ’র পুত্র সুরুজ মিয়া (৭০) ও সিএনজি চালক জলসুখার মাধবপাশার বাসিন্দা মৃত- আরজু মিয়ার পুত্র শফি উল্লাহ (৫০) গুরুতর আহত হয়। আহতদের আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আশংখাজনক অবস্হায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালক ও দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে দূর্ঘটনা কবলিত যানবাহণ দু’টি থানা হেফজতে রাখা হয়েছে।

