
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ইরাক হতে ছুটিতে আসা টাঙ্গাইল জেলার নাগরপুরের মো. লাবু মিয়া বাড়ীতে যাওয়ার পথে গাজীপুরের কালীগঞ্জে অপহরণ হয়। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় নরসিংদীর শিবপুর হতে ভিকটিম মো. লাবু মিয়া ও তার মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করার কথা জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ামহাতাব উদ্দিন।
বুধবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ১৭ মার্চ টাঙ্গাইল জেলার নাগরপুরের মো. লাবু মিয়া ইরাক হতে ছুটি নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় তার কলিগ হাসান মিয়া গাজীপুরের কালীগঞ্জ বাজারে রাবেয়া নামে এক মহিলার নিকট পৌছে দেওয়ার জন্য একটি পার্সেল প্রদান করেন। ভিকটিম মো. লাবু মিয়া হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাহির হয়ে দুপুর সারে ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট স্কুল মাঠে রাবেয়া নামক মহিলার জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর রাবেয়া নামক মহিলা অজ্ঞাত ৭/৮ জনকে সাথে নিয়ে কালো রংয়ের একটি হাইয়েস গাড়ীতে তুলিয়া ইরাক থেকে আনা সাথে থাকা মালামাল সহ অপহরণ করিয়া নিয়ে যায়। ভিকটিম মো. লাবু মিয়াকে অপহরণ করার পর অপহরণকারীরা ভিকটিমের বাবার মোবাইল ফোনে কল করিয়া ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা না দিলে তাহার ছেলে ভিকটিম লাবু মিয়াকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ বিষয়ে ভিকটিমের ভাই মো. মামুন মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গত ১৯ মার্চ ২০২৪ইং তারিখে ১৪৩, ৩৪২, ৩২৩, ৩৬৫, ৩৮৫, ৩৭৯, ৫০৬ ও ৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় ২০(৩)২৪ নং একটি নিয়মিত অপরণ মামলার রুজু করেন। পরে গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার) এর নির্দেশে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন এর তত্বাবধানে প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন মো. রাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদীর শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মো. লাবু মিয়াকে মালামাল সহ উদ্ধার করেন। এ সময় পুলিশ ঘটনার সহিত জড়িত ৩ জন দুষ্কৃতিকারী জনৈক ১। মোহাম্মদ দুলাল মিয়া ( ৩০) ২। নাসির উদ্দিন (২৭) ৩। মোসাম্মৎ রাবেয়া (২১) দের আটক করেন। বুধবার দুপুরে আসামিদেরকে বিচারর্থে গাজীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.