
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েেছন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। উপজেলার মরুরা এলাকায় আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
রিপন মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু। ওসি জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহত অপর দুই আরোহী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েন ওসি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.