
মোঃ জিয়াউল হক, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনা বারহাট্টা উপজেলায় গোপালপুর গরুর বাজারের পাশে লড়ি চাপায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ মার্চ শুক্রবার বেলা ৩ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। শিশুটির নাম অনন্ত সে সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা মাছিমপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। অভাবের কারণে শিশুটির বাবা মা ঢাকায় থাকে। ছেলেটি তার নানা বাড়ি গুমুরিয়াতে থাকতো। তার নানি রহিমার সাথে বাজারে এসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশুটি রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জ গামী একটি বালি বুঝায় লড়ি এসে চাপা দেয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। কেউ কেউ লড়ির ড্রাইভার কে খুঁজতে মরিয়া।
উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়, পরে ফায়ারসার্ভিস অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুটির নানা মোঃ ছাইকুল মিয়া বলে আমি এই শিশু হত্যার বিচার চাই। আমার নাতি মারা গেছে উল্টা আমরাই মার খাচ্ছি। পুলিশ আমাদের কে পিটিয়ে রক্তাক্ত করেছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন ঘাতক লড়ি ড্রাইভার কে আটক করা হয়েছে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.