
আরফান আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মো. জুবাইদুল ইসলাম রাজন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া ও সন্তাস মুক্ত সমাজ বিনির্মাণে এবং আধুনিক শিক্ষানগরী গড়ার প্রত্যয়ে শুক্রবার (২২ ই মার্চ) সন্ধ্যায় প্রার্থী জুবাইদুল ইসলাম রাজন তার নিজ এলাকার সকল ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ নির্বাচনী মতবিনিময় সভা করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন মো. সঞ্চল মিয়া। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি শাকের মোহাম্মদ আব্দুল্লাহ দানা, শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহেল আল-আমিন, শ্রীবরদী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম বুদু,বিশিষ্ট ব্যবসায়ী আওরঙ্গজেব সহ স্থানীয় ব্যক্তিবর্গরা। এরপর ইফতার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মতবিনিময় সভা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.