ওমর ফারুক
শাওন আহমেদ সা’দঃ মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়।যা ১৯১৯ সনে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১০৪ বছর অতিক্রম করেছে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে গত ২৩-ই মার্চ শনিবার অনুষ্ঠিত হলো ম্যানেজিং কমিটির নির্বাচন।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহন চলে,তবে বেলা ১১ঃ৩০ টার দিকে কিছুটা উত্তেজনা বিরাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক পরিসরে নিয়ে আসে।
বর্তমান পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের প্যানেলের সাথে প্রতিদ্বন্দিতা করে পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শওকত প্যানেল।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার – আশ্রাফুল ইসলাম খান আমাদের জানান,মোট ভোটার ছিল ৮৪৯টি,২ টি প্যানেলের প্রার্থী ছিল ৭ জন পুরুষ ও ২ জন মহিলা,যার মধ্যে ৪৩৮ ভোট পেয়ে সেলিম মিয়া ১ম স্থান, ৪৩৪ ভোট পেয়ে মোঃ আলমগীর মিয়া ২য় স্থান,৪১৮ ভোট পেয়ে ফয়সাল সরকার ৩য় স্থান,৪১১ ভোট পেয়ে রিয়াজুল ইসলাম ৪র্থ স্থানে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়।
সংরক্ষিত মহিলা আসনে নিপা আক্তার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়। যার মধ্যে চেয়ারম্যান প্যানেলের ৩ জন,মোঃআলমগীর মিয়া,রিয়াজুল ইসলাম ও নিপা আক্তার। এবং শওকত প্যানেলের ২ জন,সেলিম মিয়া,ফয়সাল সরকার নির্বাচিত হয়।
নির্বাচনে যেন সহিংসতা বা ঝামেলা সৃষ্টি না হয়,সে জন্য নরসিংদী এডিশনাল এসপি, মাধবদী থানা ওসি সহ আইনশৃঙ্খলাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত ছিল বিদ্যালয় প্রাঙ্গনে।
বিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ ছিল,ভোটাররা জানিয়েছেন তাঁরা শান্তিপূর্ণ ভোট দিতে পেরে আনন্দিত। নির্বাচিত প্রার্থীরা জানিয়েছেন তাঁরা বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে ভূমিকা রাখবে।

