সম্পাদক
নিউজ ডেস্ক:
শনিবার (২৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দিল্লির অধীনস্থ হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি। এ ধরণের গোলামি জনগণ মেনে নেবে না।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সব সময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে তারা। জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাবিশ্বাস অবস্থা। কিন্তু এটা নিয়ে সরকারের কোন মাথা ব্যথাই নেই।
তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র নস্যাৎ করে এক দলীয় শাসন ব্যবস্থা করেছে। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারা দায়ী থাকবে।

