ওমর ফারুক
শাওন আহমেদ সা’দঃ- (মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ মঙ্গলবার (২৬ মার্চ)। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়।
পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ ও রক্তসাগর পাড়ি দেয়ার পর মেলে পরম চাওয়া স্বাধীনতার।যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি।তারই ধারাবাহিকতায় নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় মাধবদী পৌরসভা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ও দেশের কল্যাণে দোয়া করা হয়।
এসময় পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশগ্রহণ করেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক,মাধবদী পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও পৌর মেয়রের সাথে উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খান অপূর্ব, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাতিলীগ,শ্রমীকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

