ওমর ফারুক
শাওন আহমেদ সা’দঃ- (মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইনী ও শিশু স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে “ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার” ভার্ক এর মাধবদী শাখা।
গত ২৬-ই মার্চ মঙ্গলবার নরসিংদীর মাধবদী কান্দাপাড়ায় অবস্থিত “ভার্ক”মাধবদী শাখায় এ আয়োজন করা হয়।
এ সময় “ভার্ক” এর মাধবদী শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে ” ভার্ক”এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধবদী এরিয়ার সহকারী পরিচালক মোঃ আজিম রানা,নরসিংদী সদর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান,ঢাকা মিরের বাজার শাখার ব্যবস্থাপক মোঃমিলন হোসেন।
এ সময় দুইজন এমবিবিএস ডাক্তার দ্বারা প্রায় ১০০ জন সেবা গ্রহীতাকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

