
শাহীনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
আজ মঙ্গলবার (০২ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়। সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত। তাছাড়াও উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান পিপিএম সহ বিভিন্ন থানার কর্মরত ওসিগন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.