
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর বেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী উপ- পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এ ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সামগ্রী তৈরি ও বিপণন, খাদ্য পন্যে ক্ষতিকর রঞ্জক পদার্থ মেশানো,এনালগ পদ্ধতির দাঁড়িপাল্লা,বাটখারা ব্যবহার করে ওজনে কম দেওয়া,দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য সামগ্রী রেখে তা বিক্রি করা,মিষ্টির দোকানে অতিরিক্ত ওজনের কার্টুনে মিষ্টি বিপনন এর দায়ে ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।
এগুলো হলো সোনার তরী হোটেল এন্ড রেস্তোরাঁ ৬ হাজার টাকা, গাজী স্টোর নামে চালের দোকানে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর নামে মুদির দোকানকে ৮ হাজার টাকা, পবিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার কে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক দেবানন্দ সিংহা বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.