
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রত্না মন্ডল রচনা প্রতিযোগিতায় বরিশাল জেলায় প্রথম স্থান অধিকার করেছে। ২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় বিভাগীয় গ্রন্থাগার বরিশালের সেমিনার কক্ষে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে চিত্রাঙ্কন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় সরকারি গ্রন্থাগার বরিশালের উপপরিচালক ড. মোঃ আহছান উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি(সনাক) বরিশালের সভাপতি প্রফেসর শাহ সাজেদা। অনুষ্ঠানে অতিথিরা বরিশাল জেলায় 'গ' গ্রুপে প্রথম স্থান অধিকারকারী শিক্ষিকা রত্না মন্ডলকে সনদ পত্র ও উপহার তুলে দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.