
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার কুঞ্জেরহাট হাসপাতাল রোডের রফিক পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধর করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।আজ বুধবার দুপুরে একাদিক সুত্রে খবর পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে পুলিশ উল্লেখিত পুকুরে ভাসমান অবস্থায় মোঃ কালু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে।
লাশের পরিচয় হিসেবে জানাযায় সে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ০৩ নং ওয়ার্ডের দলি মৌলভী বাড়ির মৃত এছাকের পুত্র। বৃদ্ধ লোকটি নারিকেল গাছ ছোলার একজন শিউলি। তাঁর স্ত্রী চম্পা বেগম জানান গত ৩১ মার্চ থেকে তার স্বামী নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে আজকে মাইকিংও করা হচ্ছে।বোরহানউদ্দিন থানা পুলিশ লাশটি উদ্ধার করে তাৎখনিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। সেখানে দেখা যায়, উদ্ধারকৃত লাশটির ডানহাতে ধানের গোছা মুষ্টিবদ্ধ এবং অপর হাতে কাটা দাগ রয়েছে।এ বিষয়ে ওসি শাহীন ফকির এ প্রতিবেদককে জানান: লাশটি ৩-৪ দিনের আগের। তার শরীরে স্পট রয়েছে। পোস্টমর্টেম করার পর নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা, না আত্মহত্যা। প্রাথমিকভাবে নিহতের স্ত্রীকে বাদী করে একটি অপমৃত্যুর মামলা নেয়া হবে।সেইসাথে ঘটনার রহস্য উদঘাটনে এ বিষয়ে তদন্ত চলছে।
এদিকে এলাকাবাসী জানান, লোকটি দীর্ঘদিন স্থানীয় এলাকায় নারিকেল ছোলে, সেই হিসেবে সবার কাছে পরিচিত সে। তাদের ধারণা, গাছ থেকে পড়ে মৃত্যু হওয়ার পর হয়তো দেহটাকে টেনে পুকুরে ফেলে দেয়া হতে পারে। তবে রহস্যের ধুম্রজাল খুলবে পোস্টমর্টেমের পর এমনটি বলছেন ওসি শাহীন ফকির।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.