
মোঃ শহিদুল ইসলাম শাওন, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সমাজের সকল শ্রেনীর মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বেতমোর যুবসমাজের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
আজ (৫ এপ্রিল শুক্রবার) উপজেলা চাওরা ইউনিয়নের বেতমোর মুজাহিদ কমপ্লেক্সের সামনে মোমেন আকনের তত্বাবধায়নে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ১ হাজার ২ শত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা এলাকাবাসী ও কবরবাসীর জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এমএ কাদের, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, এ্যাড আরিফ উল হাসান আরিফ,২ নং ওয়ার্ড ইউপি সদস্য শহীদুল ইসলাম,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন, সাংবাদিক সাহ আলী, পারভেজ , সাইদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.