সম্পাদক

তপন দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে চলন্ত অটোভ্যানের চাকায় শরীরের ওড়না পেচ লাগিয়ে মৃত্যু হয়েছে রাবেয়া বেগম (২৫) নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় নামক এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত রাবেয়া বেগম শিমুল বাড়ি ইউনিয়নের তেলিপাড়া এলাকার মোহাম্মদ সবুজ ইসলামের স্ত্রী। পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় নিহত রাবেয়া বেগম মীরগঞ্জ বাজার থেকে অটোভ্যান করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় এলাকায় পৌঁছালে তার অসাবধানতার কারনে গলায় থাকা তার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ।

পরে আহত রাবেয়া বেগম স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মোক্তারুল আলম বিষয় টি নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম যায়। এবং বর্তমানে নিহত রাবেয়া বেগম এর লাশ টি নীলফামারীর সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং এবিষয়ে আইনি ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন আছে।