ওমর ফারুক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দুর্ঘটনায় শুক্রবার ভোরে ঝড়ে গেল ২টি তাজা প্রাণ
কুড়িগ্রাম রৌমারী উপজেলার চর শৌলমারী গ্রামে চৌরাস্তার দক্ষিণ পাশের কাঠের ছমিলের মিল সংলগ্ন গাছের ব্যাপারি মোঃহানিফ আলীর ছোট ভাই।মরহুম জনাব আলীর একমাএ ছেলে।
সাইদুর রহমান আজ শুক্রবার ৫ এপ্রিল সকাল ৬-৩০ মিনিটে ময়মনসিংহ হালুয়াঘাটে মর্মান্তিক মোটরসাইকেল এক্সিডেন্ট করে,ঘটনা স্থলে৷তার মৃত্যু বরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাইদুর রহমান “সামাজিক সেবা সংগঠন (SSS)” ঈশ্বরগঞ্জ ব্রাঞ্চে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী কে সাথে করে বাড়ী আসার পথে ময়মনসিংহ হালুয়াঘাটের লক্ষীকুড়ায় রাস্তার পাশে থাকা কারেন্টের খুটির সাথে ধাক্কা খেয়ে হেলমেট ভেঙ্গে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনা স্থানেই মারা যায়।
তার সাথে থাকা তার স্ত্রী গু’রুতর আ’হত হয়ে দূরত্ব তাকে হালুয়াঘাট হসপিটাল ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পর সকাল ৯ টা ৩০ মিনিটে হসপিটালের বেডে তার শ্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এ ঘটানায় পরিবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীসহ আশপাশের লোকজন তাদের বাড়িতে এসে সাত্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন।

