
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী এর নেতৃত্বে এসআই(নিঃ) উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০৬ এপ্রিল সকাল ০৯:২০ ঘটিকায় ইটনা থানাধীন ৩নং মৃগা ইউপিস্থ লাইমপাশা বাশেঁর ব্রীজের পূর্বপাড়ে অটোস্ট্যান্ডের উত্তর পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১. মোঃ খোকন মিয়া (২৬), পিতা- আবু তাহের, মাতা- তাসলিমা বেগম, সাং- লোহাইদ (মোল্লাবাড়ি), থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে আটক করেন এবং আসামীদের হেফাজত হতে ১৮(আঠারো) কেজি গাঁজা উদ্ধার করে সকাল ১০:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে হেফাজতে গ্রহণ করেন। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.