
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
ভারগাঁও সরকারপাড়া সেচ্ছাসেবী সংগঠন ফোরাম উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। গত শনিবার, ৬ ই এপ্রিল, সকাল ১১ ঘটিকায় সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ভারগাঁও সরকারপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃরাকিব আমাদের জানান,সংগঠনের পক্ষ থেকে আজ আমরা আমাদের এলাকার সাধারণ মানুষের মাঝে, পোলার চাউল,ডাউল, সয়াবিন তেল,মসলা,চিনি,সেমাই সহ নগদ অর্থ বিতরণ করি।
এছাড়াও তিনি আমাদের জানান,ভারগাঁও সরকারপাড়া সেচ্ছাসেবী সংগঠন ফোরাম গঠন করা হয় ২০২৩ সালে,এটি একটি সেবামূলক সংগঠন, সমাজ তথা সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা, সামাজিক ভালো কাজ করা,সমাজের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা,যুবকদের মডিভিশন করা,দক্ষ স্মার্ট করে গড়ে তোলার চেষ্টা করা হয় এ সংগঠন থেকে। ঈদ উপহার পেয়ে রেজিয়া নামক একজন বলেন,ঈদ উপহার পেয়ে আমি অনেক খুশি, দোয়া করি যেন তাঁরা আরো বেশি বেশি মানুষের সেবায় থাকতে পারে। এছাড়াও উক্ত ঈদ সামগ্রী উপহারের সহযোগিতায় ছিল,সংগঠনের সহ-সভাপতি, প্রবাসী শামীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রমজান মোল্লা, ইকবাল মোল্লা,রবিন, শুক্কুর,জাহিদ, আরিফ, সাদেক,ছালেক,রাকিব,বাদল,সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ আয়নাল হক ও আওয়ামী লীগ নেতা মাহাবুব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.