
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান কথা ছিল রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের ব্যবস্থা কমিয়ে আনা হবে বিদ্যুৎ লোডশেডিং কিন্তু তার উল্টোটা হল রমজানে। বিদ্যুৎ লোডশেডিং এ বিপর্যস্ত অবস্থা ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। একদিকে গরম অন্যদিকে লোডশেডিং দুই এ মিলে যেন নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে সাতকানিয়া বাসীর । মাহে রমজান মাসে ইফতারির সময়,তারাবি এমনকি সেহরির সময়ও থাকেনা বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিং আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরাও লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। হাসপাতালগুলো তো ঘনঘন লোডশেডিং এর কারণে নাজেহাল অবস্থা।
জানা যায়, সকালে দোকান খুললে বিদ্যুৎ থাকেনা আমাদের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যবসা করতে কষ্ট হয়ে পড়েছে। আমরা চাই বিদ্যুৎ ২৪ ঘন্টা থাকুক যাতে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। অনেকে জানান, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশুরা। শিশুদের এমনিতে নানান অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যে বিদ্যুৎ থাকেনা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। চলতি মাসে সাতকানিয়ায় অধিক হারে বেড়ে গেছে লোডশেডিং এই লোডশেডিং থেকে কখন যে মুক্তি পাবে তা নিয়ে শুরু হয়েছে নানান প্রশ্ন। সাতকানিয়া বাসীর একটাই দাবী লোডশেডিং কমানো হোক অন্তত রমজানের মধ্যে লোডশেডিং যেন না দেওয়া হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.